রোনালদো নন, ইংল্যান্ডের মিডফিল্ডারের চোখে সর্বকালের সেরা মেসি

SHARE

চায়ের কাপ হাতে হারহামেশাই বিতর্ক করেন ফুটবলপ্রেমীরা। সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য শুধু সমর্থকরাই নন, সাবেক-বর্তমান খেলোয়াড়সহ কোচরাও এই আলোচনায় যোগ দেন।

এবার সেই আলোচনায় নতুন করে যুক্ত হয়েছেন কোল পালমার।
তবে অনেকের মতো যদি-কিন্তুর আশ্রয় না নিয়ে সরাসরি নিজের সর্বকালের সেরা খেলোয়াড়ের নাম জানিয়েছেন ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার। তার মতে সর্বকালের সেরা হচ্ছেন মেসি।

শুধু সেরা ফুটবলার নন, পছন্দের আরো তিন ফুটবলারের নাম জানিয়েছেন পালমার। স্পোর্টস ডিরেক্টকে চেলসির মিডফিল্ডার বলেছেন, ‘মেসি, সে সর্বকালের সেরা খেলোয়াড়।
পরে পছন্দের তালিকায় রেখেছেন নেইমার, ওয়েইন রুনি ও রোনালদোকে।’

নিজের সর্বকালের সেরা খেলোয়াড় মেসির মতো জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সিও গায়ে জড়াতে চান পালমার। ইংল্যান্ডের ফরোয়ার্ড বলেছেন, ‘মেসি, রুনির মতো আরো অনেকে এটা (১০ নম্বর) পছন্দ করে। এটা আইকনিক এক নাম্বার।
১০ নম্বর জার্সি পরেই বড় হয়েছি। নাম্বারটিকে আমি পছন্দ করি।’

ইংল্যান্ড জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরতে না পারলেও চেলসির হয়ে আইকনিক জার্সি নম্বর পরেই মাঠ মাতাচ্ছেন ২৩ বছর বয়সী পালমার।