ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মিসরের রিসোর্ট শহর শারম আল-শেখে অনুষ্ঠিতব্য গাজা সম্মেলনে অংশ নেবেন না, কারণ তা একটি ইহুদি ধর্মীয় উৎসবের সঙ্গে একই সময়ে মিলে গেছে। এক বিবৃতিতে তার দপ্তর এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মিসরে আয়োজিত সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন, তবে জানিয়েছেন যে অনুষ্ঠানের সময়টি ইহুদি উৎসব সিমহাত তোরা’র শুরুর সঙ্গে একই সময়ে হওয়ায় তিনি অংশ নিতে পারবেন না।
’
সিমহাত তোরা উৎসব সোমবার সন্ধ্যায় শুরু হয়ে মঙ্গলবার সূর্যাস্ত পর্যন্ত চলবে।
এর আগে মিসরীয় প্রেসিডেন্সি জানায়, ট্রাম্প, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও নেতানিয়াহুর মধ্যে এক ফোনালাপের পর তাকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।