ভেন্যু ও সূচিতে পরিবর্তন, মেসিদের মাঠে খেলবে আর্জেন্টিনা

SHARE

নিরাপত্তা ও লজিস্টিকস জটিলতার কারণে বদলে গেছে আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচের সময় ও ভেন্যু। যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর বিপক্ষে সোমবার খেলতে নামার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়নদের। তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ফ্লোরিডার পোর্ট লডারডিলের চেইস স্টেডিয়ামে।

২১ হাজার দর্শক ধারণক্ষম এই স্টেডিয়ামই মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির ঘরের মাঠ।
ফলে ক্লাব ফুটবলে নিজের ঘরের মাঠেই জাতীয় দলের জার্সি গায়ে নামার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

শিকাগোতে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন নিয়ে চলমান বিক্ষোভ ও নিরাপত্তা উদ্বেগের কারণেই ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েকদিন ধরে শহরজুড়ে উত্তেজনা বাড়ায় বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনকে নিরাপদ মনে করেছেন তারা।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো অবস্থান করছে ১৫৫ নম্বরে।
এই ম্যাচের আগে শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডারই হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।