প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা একটি ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি। দেশের অবস্থা আর নাই বলি, আপনারা সবই জানেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই।’
সিইসি বলেন, ‘আগামী নির্বাচন ভালো না হওয়ার কোনো অপশন আমাদের নেই।
এটা শুধু নির্বাচন কমিশনের (ইসি) জন্য নয়, গোটা জাতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা একা এই নির্বাচন আয়োজন করতে পারব না। এটি জাতীয় নির্বাচন, তাই জাতীয়ভাবেই করতে হবে।
সবাইকে সঙ্গে নিয়েই এগোতে হবে।’
গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের প্রত্যেকটি লেখা, প্রতিটি সংবাদ নির্বাচন ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হলেন মতামত গঠনের কারিগর—আমরা সেই সুযোগটি কাজে লাগাতে চাই।’
তিনি আরো জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই কমিশন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
ভোটার তালিকা হালনাগাদে প্রায় ২১ লাখ মৃত ভোটার বাদ এবং ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে।
সিইসি বলেন, ‘আগে মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু এবার তারা দলে দলে ভোটার হয়েছেন। ভোটার তালিকা হালনাগাদের সময় মহিলাদের মধ্যে ভোটার হওয়ার আগ্রহ বেড়েছে, যা আমাদের জন্য ইতিবাচক সংকেত।’
প্রবাসী ভোটার ও দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগের কথাও জানান সিইসি।