নানা নাটকীয়তা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। এ জন্য চলছে ভোট গণনার প্রক্রিয়া।
তবে ভোটগ্রহণের সময়ই গুঞ্জন ওঠে নির্বাচন থেকে নাম প্রত্যাহারের পরেও ভোট দিয়েছেন তামিম ইকবাল।
এমন উড়ো খবরে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিষয়টি পরিষ্কার করতে তাই সামাজিক মাধ্যম ফেসবুকে দিয়েছেন পোস্ট। পোস্টে জানিয়েছেন, বিসিবির নির্বাচনে ভোট দেননি তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিম লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি।
তা মোটেও সত্যি নয়। আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নিইনি বা ভোট দিইনি।’
এর আগে নির্বাচনে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ এনে গত ১ অক্টোবর নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম।
তার সঙ্গে সেদিন আরো বেশি কিছু প্রার্থী নাম সরিয়ে নেন। পরে আরো অনেকেই নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।