ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজা প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। জাহাজগুলো গাজা উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
খবরে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আসা জাহাজগুলো ইসরায়েলি নৌবাহিনীকে এড়িয়ে গাজা অভিমুখে যাত্রা অব্যাহত রেখেছে।
জাহাজে অবস্থানকারীরা জানিয়েছে, প্রায় ৩০টি নৌকা ইসরায়েলি দখলদার নৌবাহিনীর নিরবচ্ছিন্ন আগ্রাসন সত্ত্বেও গাজামুখী যাত্রা অব্যাহত রেখেছে এবং বর্তমানে গাজা থেকে মাত্র ৪৬ নটিক্যাল মাইল (৮৫ কিলোমিটার) দূরে রয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স বার্তায় জানিয়েছে, হামাস-সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ নিরাপদে থামানো হয়েছে এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
এ সময় সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে আটক করেছে তারা। ইসরায়েলি বাহিনী জানায়, গ্রেটা ও তার সঙ্গীরা নিরাপদ ও সুস্থ আছেন।
মন্ত্রণালয় একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় থুনবার্গকে নিরাপত্তা বাহিনী নিয়ে যাচ্ছে।
তবে ফ্লোটিলার সঙ্গে হামাসের সম্পৃক্ততার প্রমাণ এখনো দেয়নি ইসরায়েল।




