ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি নতুন ঠিকানায় স্থানান্তর

SHARE

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারি ডিপ্লোমেটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার থেকে হাইকমিশনের কনস্যুলার সেবাসহ নির্ধারিত সব পরিষেবা দেওয়া হয়েছে।

বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদের চ্যান্সারির নতুন ঠিকানা : বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক-১৫, রাস্তা নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০, ফোন নং- ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স : ০৫১-২২৭৯২৬৬, ই-মেইল : mission.islamabad@mofa.gov.bd। #