‘ক্রীড়াঙ্গনকেও ধ্বংসের পথে নিয়ে গেছে স্বৈরাচার’

SHARE

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর স্বৈরাচার যেভাবে আমাদের গণতন্ত্রকে হরন করেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করন করেছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করন করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। গত ১৭ বছর বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে তেমন কিছু অর্জন করতে পারিনি। আমরা চাই সেই দলীয়করন থেকে মুক্ত হয়ে আগামীর ক্রীড়াঙ্গনকে দলীয়করন মুক্ত হিসেবে গড়ে তুলতে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে ভোলা সোনালী অতীত ক্লাব ও ঢাকার মিরপুর সোনালী অতীত ক্লাবের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, খেলার উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো.আজাদ জাহান।

আমিনুল হক বলেন, ‘স্বৈরাচারের আমল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রত্যেকটি বিভাগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট করেছি। ৫ তারিখের পরবর্তী সময়ে জিয়া স্মৃতি টুর্নামেন্ট প্রত্যেকটি বিভাগে করেছি এবং ফাইনাল রাউন্ড মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি কতৃক আয়োজিত জিয়া আন্ত:ধারা ফুটবল টুর্নামেন্ট ফাইনালের অপেক্ষায় আছে। ঠিক এইভাবে বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতী হিসেবে গড়ে তুলতে চাই।’

‘আমরা দেখেছি গত ১৭ বছর আমাদের যুব সমাজ মাদকের দিকে আকৃষ্ট হয়ে ধ্বংসের পথে চলে গেছে, মৃত্যুর করাল গ্রাসে তারা আক্রান্ত হয়েছে। আমরা সেই মাদক থেকে যুব সমাজকে দূরে রেখে খেলার মাঠে আকৃষ্ট করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন স্কুল পর্যায়ে কারিকুলামে খেলাধূলার ৫টি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে। এভাবেই ফুটবল-ক্রিকেটসহ অন্যান্য ইভেন্টের পাইপলাইনের খেলোয়াড় তৈরি হবে।
খেলাধূলার মাধ্যমে আমরা গতানুগতিক রাজনৈতিক চিন্তা থেকে বেরিয়ে একটি সামাজিক পরিবর্তন আনতে চাই বাংলাদেশে।’

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ এবং ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ ইকবাল আলমাস, ভোলা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মো.নজরুল হুদা গোফরান, ভোলা সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার মো.আল আমিন প্রমুখ।