পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে আসার ঘোষণা দেওয়ার পর এবার দেশটির দুই তরুণ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস ঢাকায় আসছেন।
অক্টোবরের তৃতীয় সপ্তাহে একটি কনসার্টে অংশ নিতে আসবেন এই দুই হিপহপ গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট।
আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজক প্রতিষ্ঠান গণমাধ্যমকে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
এ দুই তারকা পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র্যাপের প্রচলন ঘটান। ‘বার্গার-এ-করাচি’ গানের মাধ্যমে দর্শকমহলে
প্রথম জনপ্রিয়তা আসে। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গানও জনপ্রিয়তা পায়।
প্রসঙ্গত, ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন তার। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা।