মেসির নৈপুণ্যে প্রতিশোধ নিল মায়ামি

SHARE

লিওনেল মেসির গোলের নৈপুণ্যে ইন্টার মায়ামি প্রতিশোধের স্বাদ পেল। লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হারের পর এবার মেজর লিগ সকারে (এমএলএস) তাদের ৩-১ গোলে হারাল মায়ামি।

মাসের শুরুতে হওয়া ফাইনালে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল সাউন্ডার্স। সে ম্যাচ শেষে ঘটে ঝগড়া, যেখানে লুইস সুয়ারেজসহ তিন খেলোয়াড়কে ৬ ম্যাচ ও ৩ ম্যাচ করে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়।
এমএলএসও সুয়ারেজকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে। তাই এ ম্যাচে তাকে পায়নি মায়ামি।

তবু শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। ম্যাচের ১২ মিনিটেই মেসির পাস থেকে ফাঁকায় থাকা জর্দি আলবা গোল করেন।
কিছুক্ষণ পর মেসির বাঁ-পায়ের শট পোস্টে লেগে ফেরে। তবে বিরতির চার মিনিট আগে আলবার ক্রস হালকা স্পর্শে জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

দ্বিতীয়ার্ধে কর্নার থেকে হেডে গোল করেন ইয়ান ফ্রে, স্কোরলাইন দাঁড়ায় ৩-০। এরপর ৬৯ মিনিটে সাউন্ডার্সের হয়ে ওবেদ ভার্গাস একটি গোল শোধ দেন।
কিছুক্ষণ পর আবারও গোলের সুযোগ পান মেসি, তবে গোলরক্ষক স্টেফান ফ্রেই দারুণ সেভ করে তাকে গোলবঞ্চিত করেন।

এই জয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে তারা ৮ পয়েন্ট পিছিয়ে। তবে হাতে রয়েছে তিন ম্যাচ বেশি।