অভিনেতাকে নিয়ে আনুশকা-প্রিয়াঙ্কার তর্কাতর্কি

SHARE

নায়িকাদের মধ্যে বন্ধুত্ব আদৌ সম্ভব কি না, এই প্রশ্ন প্রায়ই উঠে আসে আলোচনায়। বিশেষ করে, একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়েও এক সময় এমন বিতর্ক তৈরি হয়েছিল।

ঘটনাটি ঘটেছিল জোয়া আখতারের পরিচালনায় নির্মিত ‘দিল ধাড়াকনে দো’ ছবির শুটিং সেটে। শোনা যায়, অভিনেতা দর্শন কুমারকে ঘিরে দুই নায়িকার মধ্যে মতবিরোধ তৈরি হয়, যা একসময় তর্কে রূপ নেয়।

আসলে, দর্শন কুমারকে নিয়ে দুই তারকার অভিজ্ঞতা ছিল একেবারে বিপরীত। আনুশকা তার সঙ্গে ‘এনএইচ ১০’ ছবিতে কাজ করার সময়ের অভিজ্ঞতা থেকে তাকে উদ্ধত স্বভাবের বলে মনে করেন। অন্যদিকে প্রিয়াঙ্কা, ‘মেরি কম’ ছবিতে দর্শনের বিপরীতে অভিনয় করে তার ভিন্ন এক দিক দেখেছেন। প্রিয়াঙ্কার মতে, দর্শন একজন পরিশ্রমী ও ভদ্র মানুষ।

এই প্রসঙ্গে দর্শন কুমার নিজেই এক সাক্ষাৎকারে মুখ খোলেন। তিনি বলেন, ‘দিল ধাড়াকনে দো’র শুটিংয়ে প্রিয়াঙ্কা আমাকে খুব প্রশংসা করছিলেন। তখন আনুশকা বলেছিলেন, এর চেয়ে উদ্ধত মানুষ তিনি দেখেননি।’

তবে দর্শনের মতে, আনুশকার এমন মন্তব্যের কারণ হয়তো তার ‘এনএইচ ১০’-এর চরিত্র নির্মাণ পদ্ধতি। তিনি জানান, সে ছবিতে তিনি একজন খলচরিত্রে অভিনয় করছিলেন। চরিত্রকে বিশ্বাসযোগ্য করতে শুটিংয়ের সময় আনুশকার সঙ্গে ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রেখেছিলেন। এমনকি সাধারণ সৌজন্যতাও দেখাননি। এতে আনুশকার মনে তার প্রতি ভুল ধারণা তৈরি হতে পারে।

বর্তমানে দর্শন কুমার অভিনয় করছেন তার নতুন ছবি দ্য বেঙ্গল ফাইলস-এ।