রজনীকান্তের বহুল আলোচিত ছবি ‘কুলি’ বক্স অফিসে রেকর্ড গড়লেও হঠাৎ করেই একটি ভুয়া স্ক্রিনশট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। সেই স্ক্রিনশটে দাবি করা হয়, আমির খান নাকি ছবিতে নিজের ক্যামিও চরিত্রকে ‘অপ্রয়োজনীয়’ এবং ‘খারাপভাবে লেখা’ বলে সমালোচনা করেছেন।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হলে সেই সব জল্পনা-কল্পনার ইতি টেনেছে আমির খানের টিম। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে—এই কথাগুলো সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।
নিউজ১৮-কে দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, মি. আমির খান ‘কুলি’ ছবি নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেননি। তিনি এমন কোনো সাক্ষাৎকারও দেননি। মি. রজনীকান্ত, পরিচালক লোকেশ কানাগারাজ এবং পুরো টিমের প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। ছবিটি বক্স অফিসে ৫০০ কোটিরও বেশি আয় করেছে, যা নিজেই তার সাফল্যের প্রমাণ।
ভাইরাল স্ক্রিনশটে দাবি করা হয়েছিল, আমির নাকি বলেছেন, ‘আমি রজনী স্যারের জন্য ক্যামিও করেছি, কিন্তু এখনো বুঝতে পারছি না আমার চরিত্রের আসল উদ্দেশ্য কী ছিল। মনে হচ্ছিল, হঠাৎ এসে কয়েকটি ডায়ালগ বলে চলে গেলাম। কোনো গভীরতা ছিল না, খারাপভাবে লেখা হয়েছিল।’
এদিকে লোকেশ কানাগারাজ পরিচালিত ‘কুলি’ রজনীকান্তের ১৭১তম ছবি এবং প্রথমবারের মতো লোকেশের সঙ্গে তার কাজ।
ছবিটি ইতিমধ্যে বিশ্বব্যাপী ৫১৫ কোটিরও বেশি আয় করে ব্লকবাস্টারের তকমা পেয়েছে।
দর্শক ও সমালোচকদের মতে, শক্তিশালী গল্প, দারুণ পরিচালনা এবং রজনীকান্তের অসাধারণ অভিনয়ই ছবির সাফল্যের মূল রহস্য।