অবসর ভেঙ্গে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ব্রেন্ডন টেইলর। জিম্বাবুয়ের দলে যখন ফিরলেন তখন উইকেটরক্ষক-ব্যাটারের বয়স ৩৯ বছর। ক্যারিয়ারের গোধূলিলগ্নেও যখন ফেরার সিদ্ধান্ত নিলেন টেইলর ঠিক তখনই আবার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের ডাক দিলেন উসমান শেনওয়ারি।
সেটিও মাত্র ৩১ বছর বয়সে।
বিদায় বলার এখনি সময় বলে জানিয়েছেন শেনওয়ারি। বিদায়ের বিষয়ে পাকিস্তানের বাঁহাতি পেসার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সম্মানের ছিল। তবে সময় এসেছে পরবর্তী প্রজন্মের জন্য পথ তৈরি করে দেওয়া।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে টি-টোয়েন্টি দিয়ে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় শেনওয়ারির। আজ যখন অবসরের ঘোষণা দিলেন ততদিনে তার ক্যারিয়ারের বয়স দাঁড়িয়েছে ১২ বছর। তবে এক যুগের এই ক্যারিয়ারে সব মিলিয়ে ম্যাচ খেলেছেন মাত্র ৩৪টি। মাঠের লড়াইয়ের থেকে পিঠের চোটের সঙ্গেই বেশি লড়তে হয়েছে তাকে।
এতে করে অন্যরা এসে তার জায়গা পূরণ করেছে। ক্যারিয়ারের সর্বশেষ যে ম্যাচটি খেলেছেন তার বয়সও প্রায় ৬ বছর হয়েছে। ২০১৯ সালে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছেন অভিষেক প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন শেনওয়ারি। তিন সংস্করণ মিলিয়ে ৪৮ উইকেট নেওয়া পেসার বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার মাধ্যমে খেলাটির এবং আমার ভক্তদের সঙ্গে যুক্ত থাকব আমি।
যাদের ভালোবাসা এবং সমর্থন আমার কাছে সব কিছু।’