রাশিয়া ভোটে হস্তক্ষেপ করে মলদোভা দখল করতে চাইছে : প্রেসিডেন্ট

SHARE

মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু মঙ্গলবার ইউরোপীয় আইন প্রণেতাদের উদ্দেশে বলেছেন, এ মাসের গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচনে রাশিয়া দেশটিকে আবারও নিজের প্রভাবের আওতায় টেনে নেওয়ার জন্য ‘সীমাহীন’ হস্তক্ষেপ চালাচ্ছে।

ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া এক ভাষণে মাইয়া সান্দু এদিন বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর মলদোভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। আজ আমরা সীমাহীন এক হাইব্রিড যুদ্ধের মুখোমুখি, যা ইউক্রেনে আক্রমণের আগ পর্যন্ত দেখা যায়নি। ক্রেমলিনের লক্ষ্য স্পষ্ট—ভোটের মাধ্যমেই মলদোভাকে কবজা করা, দেশটিকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা এবং ইউরোপীয় ইউনিয়নে হাইব্রিড আক্রমণের জন্য আমাদের লঞ্চপ্যাডে পরিণত করা।

সান্দু ও তার ইউরোপীয় মিত্ররা বারবার মস্কোর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তারা ২৬ লাখ জনসংখ্যার সাবেক সোভিয়েত এই প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশটি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং ইইউ ও ন্যাটো সদস্য রুমানিয়ার মাঝামাঝি অবস্থিত।

রাশিয়ার কঠোর সমালোচক সান্দু দেশকে ইউরোপীয় ইউনিয়নের পথে নিয়ে গেছেন, বিশেষ করে ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে। ২০২৪ সালের জুনে মলদোভা আনুষ্ঠানিকভাবে ইইউতে যোগদানের আলোচনায় বসে।

তিনি বলেন, ‘আমাদের ইউরোপীয় পথ শুধু মূল্যবোধের বিষয় নয়, বরং টিকে থাকার প্রশ্ন। আর আমরা যেহেতু এই পথে যথেষ্ট অগ্রগতি করেছি, রাশিয়া তাই আমাদের বিরুদ্ধে হাইব্রিড আক্রমণের সমগ্র অস্ত্রাগার উন্মুক্ত করেছে। যুদ্ধক্ষেত্র হলো আমাদের নির্বাচন।’

মলদোভান এই নেতা রাশিয়ার নানা কৌশলের কথা বিস্তারিত তুলে ধরেন—অবৈধ ক্রিপ্টোকারেন্সি অর্থায়ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে শুরু করে সরাসরি ভোট কেনা পর্যন্ত।

তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষায় মলদোভা একা নয়। ইউরোপীয় ইউনিয়ন আমাদের আর্থিক, কারিগরি ও রাজনৈতিকভাবে পাশে দাঁড়িয়েছে, আমরা এর জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’

ইইউ আসন্ন নির্বাচনের আগে মলদোভার প্রতি সমর্থন জানাতে জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ডের নেতারা গত মাসে প্রতীকী গুরুত্ববহ এক যৌথ সফরে গিয়েছিলেন।