সারা দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভিত্তিক গ্রেপ্তার এক হাজার ৩২০ জন। বাকি ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য অভিযোগে। পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।