শাহজালালে তৃতীয় টার্মিনালে আসছে নতুন গ্রাউন্ড হ্যান্ডলার

SHARE

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যাত্রী ও কার্গো সেবার মান বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং কম্পানিকে দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছে সরকার। এতে করে দীর্ঘদিনের একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলার হিসেবে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একচ্ছত্র আধিপত্য কমতে পারে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা সেখ বশির উদ্দিন বাসসকে বলেন, ‘গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং শিগগিরই তা প্রকাশ করব।’ আগামী সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে তিনি জানান।

উপদেষ্টা বশির বলেন, সরকার একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চায়। এর মূল লক্ষ্য হলো—সংশ্লিষ্ট সব পক্ষের সক্ষমতার ওপর ভিত্তি করে যাত্রীসেবার মান উন্নত করা। তিনি আরো বলেন, ‘আমরা চাই না কোনোভাবে বিমান প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ুক, তবে একই সঙ্গে চাই না যাত্রীসেবাও নষ্ট হয়ে যাক।’ নতুন টার্মিনালে আন্তর্জাতিকমানের সেবা নিশ্চিত করতে প্রতিযোগিতা আনা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এদিকে সদ্য নির্মিত তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক) এবং একটি জাপানি কনসোর্টিয়ামের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বেবিচক সূত্র জানায়, কনসোর্টিয়ামটি ব্যাপক পরিচালন ও রাজস্ব ভাগাভাগির অধিকার চাইছে। তবে তাদের জন্য অস্বস্তির কারণ হলো—বিমানকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত।