সালাহ উদ্দিনকে আইনি প্রক্রিয়ায় দেশে আনা হবে

SHARE

assadujamanবিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারত থেকে ফিরিয়ে আনা হবে। সেক্ষেত্রে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ্য ভূমিকা পালন করবে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার তেজগাঁওয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নিয়ে তুলে নিয়ে যাননি। র‌্যাব বা পুলিশের কাছে সালাহ উদ্দিন আছে বিএনপির এমন অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে। সালাউদ্দিন সাহেব নিজেই আত্মগোপন করে ছিলেন এবং সবসময় স্থান পরিবর্তন করেছেন।

তিনি আরো বলেন, ভারত ও বাংলাদেশের আইনি প্রক্রিয়া শেষে সালাউদ্দিনকে দেশে ফিরিয়ে এনে আদালতে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উভয় দেশের কিছু নিয়ম-কানুন রয়েছে। আর এ ক্ষেত্রে মূখ্য ভুমিকা পালন করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।