বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়ায় র্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বায়তুশ শরফ মাদরাসা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ বলেন, জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশবাসীর হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি প্রতিষ্ঠা করেন।
তিনি আরো বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিনা অপরাধে কারাবরণ করেছেন। কিন্তু অন্যায়ের সঙ্গে আপস করেননি। আমরা তার সুস্থতা কামনা করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা প্রত্যাশা করছি।
সৈয়দ সাদাত আহমেদ দাবি করেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটেছে। তিনি জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ।
এ সময় আরো বক্তব্য দেন জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর আলম চৌধুরী, শাহাদাত হোসেন সুমন, মফজল আহমেদ চেয়ারম্যান, এ কে এম জসীম, আবুল বশর সওদাগর, হারুনুর রশীদ চৌধুরী, আবু জাফর চৌধুরীসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতারা।
বক্তারা বলেন, আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ নিতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।