হামাসের হামলায় মন্ত্রী হত্যার ‘পরিকল্পনা নস্যাৎ’ করেছে ইসরায়েল

SHARE

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বুধবার ফিলিস্তিনি সংগঠন হামাসের একটি ষড়যন্ত্র ভেস্তে দেওয়ার কথা জানিয়েছে। তারা অতি দক্ষিণপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরকে হত্যার পরিকল্পনা করেছিল বলে সংস্থাটি দাবি করেছে।

পরিকল্পিত হামলায় ‘বিস্ফোরক ড্রোন’ ব্যবহার করার কথা ছিল জানিয়ে নিরাপত্তা সংস্থা শিন বেট এক বিবৃতিতে আরো জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে সম্প্রতি পশ্চিম তীরের হেবরন এলাকায় হামাসের সক্রিয় একটি সেলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। বেন গভির নিকটবর্তী একটি ইসরায়েলি বসতিতে বসবাস করেন।

এদিকে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বেন গভির শিন বেটকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আরেকটি সেল গ্রেপ্তার হলো, যারা আমাকে হত্যার চেষ্টা করেছিল।’ পাশাপাশি তিনি অঙ্গীকার করেন, ধরা পড়া ব্যক্তিরা কারাগারের কঠোর শর্তের মুখোমুখি হবে।

শিন বেটের বিবৃতিতে আরো বলা হয়েছে, পশ্চিম তীরের এই সেলটি ‘তুরস্ক থেকে হামাসের নির্দেশনায় বেন গভিরের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলার পরিকল্পনা করেছিল। সন্দেহভাজনরা কয়েকটি ড্রোন কিনেছিল, যা তারা বিস্ফোরক দিয়ে সজ্জিত করে হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় প্রায় দুই বছর ধরে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া বেন গভির পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রবল সমর্থক। তিনি উসকানিমূলক মন্তব্যের জন্য কুখ্যাত এবং গাজা যুদ্ধ শেষ করতে হামাসের সঙ্গে কোনো চুক্তির বিরোধিতা করে আসছেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের সবচেয়ে কট্টরপন্থী মন্ত্রী হিসেবে পরিচিত, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকারগুলোর একটি বলে বিবেচিত।

এর আগে ২০২৩ সালের শুরুর দিকে বেন গভিরের দপ্তর জানিয়েছিল, ইসরায়েলি পুলিশ এক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে, যিনি তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন।