ইব্রাহিম জাদরান ও সেদিকউল্লাহর পঞ্চাশ ছোঁয়া ইনিংস এবং তাদের শতরানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় আফগানিস্তান। পরে দারুণ বোলিংয়ে বাকিটা সারলেন ফাজালহাক ফারুকি, নুর আহমাদ, মোহাম্মাদ নাবি ও রাশিদ খান। এ জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল আফগানিস্তান।
শারজাহতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ১৮ রানে জিতেছে রশিদের দল।
১৬৯ রান তাড়ায় পাকিস্তান থেমেছে ১৫১ রানে।
সিরিজে এখন পর্যন্ত চার ম্যাচের চারটিতেই জিতল আগে ব্যাট করা দল।
৩ ম্যাচে দ্বিতীয় জয়ে আফগানিস্তানের পয়েন্ট হল ৪। সমান ম্যাচে পাকিস্তানেরও পয়েন্ট ৪।
দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় সিরিজের তলানিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান : ২০ ওভারে ১৬৯/৫ (গুরবাজ ৮, সেদিকউল্লাহ ৬৪, ইব্রাহিম ৬৫, ওমারজাই ৪, জানাত ৮, নাবি ৬, রাশিদ ৮; আফ্রিদি ৪-০-২৭-০, সাইম ৪-০-১৮-১, রউফ ৩-০-৩৮-০, নাওয়াজ ২-০-২৪-০, সুফিয়ান ৩-০-৩৩-০, ফাহিম ৪-০-২৭-৪)
পাকিস্তান : ২০ ওভারে ১৫১/৯ (সাহিবজাদা ১৮, সাইম ০, ফাখার ২৫, সালমান ২০, হাসান নাওয়াজ ৯, মোহাম্মদ নাওয়াজ ১২, হারিস ১, আশরাফ ১৪, আফ্রিদি ০, রউফ ৩৪*, সুফিয়ান ৭*; গাজানফার ৩-০-২৪-০, ফারুকি ৩-০-২১-২, ওমারজাই ০-০-০-০, রশিদ ৪-০-৩০-২, নাবি ৪-০-২০-২, নুর ৪-০-২০-২)
ফল : আফগানিস্তান ১৮ রানে জয়ী