লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন বেআইনি ছিল

SHARE

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এই গ্রীষ্মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন বেআইনি ছিল বলে রায় দিয়েছেন ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক।

ট্রাম্প সম্প্রতি অপরাধ দমনে ও অভিবাসন প্রয়োগে সহায়তার জন্য অন্যান্য মার্কিন শহরে ন্যাশনাল গার্ড সৈন্য ব্যবহার করতে চাইছেন। ঠিক এমন সময়ে এই রায় এলো। লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদের জবাবে জুন মাসে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েন করেছিলেন ট্রাম্প।
মার্কিন সরকার সেনাবাহিনী মোতায়েন সীমিতকরণ আইন লঙ্ঘন করেছে বলে জেলা বিচারক চার্লস ব্রেয়ার মঙ্গলবার রায় দিয়েছেন। এ আইন ফেডারেল সরকারের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতাকে সীমিত করে।

বিচারক ব্রেয়ার রায়টিকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন ও ট্রাম্প সম্ভবত আপিল করবেন।

তবে ট্রাম্প ইতিমধ্যেই ওয়াশিংটন ডিসিতে শত শত ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েন করেছেন এবং এই সপ্তাহেই শিকাগোতে সৈন্য পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা করছেন।
লস অ্যাঞ্জেলেসে সৈন্য মোতায়েনের পর গভর্নর গ্যাভিন নিউজম প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প বেআইনিভাবে সেনাবাহিনী মোতায়েন সীমিতকরণ আইন লঙ্ঘন করেছেন।

বিচারক ব্রেয়ারের আদেশ শুধুমাত্র ক্যালিফোর্নিয়ায় প্রযোজ্য, তবে এটি ট্রাম্পের নীতি কার্যকরের জন্য ন্যাশনাল গার্ড ব্যবহারের পরিকল্পনার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের ইঙ্গিত হতে পারে।

ব্রেয়ার লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক নির্বাহী আদেশ ও ন্যাশনাল গার্ড সম্পর্কিত প্রকাশ্য বিবৃতি গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
যাতে মনে হচ্ছে তিনি ক্যালিফোর্নিয়ার অন্যত্র সৈন্যদের সেনাবাহিনী মোতায়েন সীমিতকরণ আইন লঙ্ঘনের নির্দেশ দিতে চান।’

তিনি সতর্ক করে বলেন, ট্রাম্প ও প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ‘প্রেসিডেন্টকে প্রধান করে একটি জাতীয় পুলিশ বাহিনী তৈরির ঝুঁকি নিচ্ছেন।’ তিনি রায়ের মাধ্যমে ন্যাশনাল গার্ডকে গ্রেপ্তার, আটক, তল্লাশি, বাজেয়াপ্তকরণ, নিরাপত্তা টহল, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিড় নিয়ন্ত্রণ, দাঙ্গা নিয়ন্ত্রণ, প্রমাণ সংগ্রহ, জিজ্ঞাসাবাদ বা তথ্যদাতা হিসেবে কাজ করা করা থেকে বিরত করেছেন।

হোয়াইট হাউস, প্রতিরক্ষা বিভাগ ও বিচার বিভাগ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটি লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে নিউজমের দায়ের করা দ্বিতীয় মামলা।
প্রথম মামলায় নিউজম অভিযোগ করেছিলেন, ট্রাম্প অবৈধভাবে তাকে পাশ কাটিয়ে ন্যাশনাল গার্ড বাহিনী মোতায়েন করেছেন। সেই মামলাটিতেও বিচারক ব্রেয়ার প্রথমে নিউজমের পক্ষে রায় দিয়েছিলেন। তবে নবম সার্কিট কোর্ট অব আপিলসে ট্রাম্প জয়লাভ করেন।