রাজধানীর রমনা থানাধীন এলাকায় সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের পাশে একটি মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছনোর আগেই আগুন নির্বাপণ হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার স্টেশন অফিসার খাইরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘রমনায় সিদ্ধেশ্বরী স্কুলের পাশে একটি মসজিদে আগুন লাগার সংবাদ পাই।
বহুতল মসজিদের ওপরের তলার সিঁড়ি কোঠায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ইউনিটগুলো পৌঁছালেও তার আগেই আগুন নির্বাপণ হয়।’
তিনি জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে।