নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে গেছেন বলিউড সুপারস্টার সালমান খান। রোবববার (১ সেপ্টেম্বর) প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।
মন্ত্রী ও অভিনেতার হঠাৎ এই সাক্ষাতের খবরে সিনেদুনিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। কেনই বা রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করলেন ভাইজান?
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে লেহ-লাদাখে শুরু হচ্ছে সালমান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং। সিনেমার বেশ কয়েকটি দৃশ্যের জন্য প্রতিরক্ষামন্ত্রকের অনুমতি প্রয়োজন। সেই সূত্রেই সরাসরি রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেতা।
২০২০ সালের ভারত-চীন সংঘাতের ঘটনাকে ঘিরেই নির্মিত হচ্ছে এই সিনেমা। কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান খান। চরিত্রের জন্য মাস দুয়েক ধরেই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি। নিত্যদিন কঠোর অনুশীলনের পাশাপাশি প্রেশার চেম্বারেও ঘাম ঝরাচ্ছেন ভাইজান।
এর আগে আগস্টে ছবির কিছু প্রাথমিক দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে। তবে মূল অ্যাকশন সিকোয়েন্সগুলো ধারণ হবে লেহ-লাদাখেই। আর সেজন্যই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের বিশেষ ছাড়পত্র প্রয়োজন ছিল।
সম্প্রতি সিনেমাটির টিজার পোস্টার শেয়ার করে আলোচনায় আসেন সালমান। সেখানে তাকে দেখা যায় সেনার পোশাকে, চোখে প্রতিশোধের আগুন আর রক্তাক্ত চেহারায়। দীর্ঘদিন বাদে ‘দাবাং’ অবতারে ভাইজানকে দেখে উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তদের মাঝে।
‘ব্যাটেল অফ গালওয়ান’ পরিচালনা করছেন ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-খ্যাত অপূর্ব লাখিয়া। সালমানের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শক-অনুরাগীদের মধ্যে তুমুল প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকের ভবিষ্যদ্বাণী, মুক্তির পর এটি ৫০০ কোটির ব্যবসা করবেই।
প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছিল সালমানের ‘সিকান্দার’। আশানুরূপ সাফল্য না পেয়ে হতাশ করেছিলেন তিনি। তবে এবার দেশপ্রেমের আবহে নির্মিত নতুন ছবির মাধ্যমে ফিরতে চাইছেন সুপারস্টার।