প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার মাঠে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচ জিতেলেই সিরিজ জিতে নেবে লিটন দাসের দল। যে কারণে ম্যাচটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে নেদারল্যান্ডসের জন্যও সমান গুরুত্বপূর্ণ। কেননা সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়লাভের কোনো বিকল্প নেই। রায়ান কুকের দল সেটা নিশ্চিতভাবে চাইবে।
গতকাল সংবাদ সম্মেলনে নোয়া ক্রোস বলেছেন, ‘অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা বিশ্বাস করি আমরা পরের দুই ম্যাচ ভালো করব এবং ২-১ এ সিরিজ জিতব।’ বাংলাদেশের পেসারদের নিয়ে ক্রোস বলেন, ‘আমার মনে হয় ওরা সত্যিই খুব উঁচু মানের বোলার। তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। এই হাই কোয়ালিটি অ্যাটাকের বিরুদ্ধে আমরা আরও দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছি।’
ক্রোস আরও জানান, ‘সর্বশেষ যে দুবার আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি, ২০২২ ও ২০২৩ বিশ্বকাপে, কন্ডিশন ভিন্ন ছিল। এই কন্ডিশন আমাদের জন্য অচেনা। আমাদের এখানে খেলা নিয়ে কোনো অভিজ্ঞতাই নেই। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, একইসাথে সুযোগও। এটা আমাদের জন্য খুবই মূল্যবান সিরিজ। এই ধরনের উইকেট ও কন্ডিশনে খেলা অবশ্যই বিশ্বকাপের জন্য ভালো এক অভিজ্ঞতা।’
ক্রোস আরও বলেন, ‘অবশ্যই জয়ের বিশ্বাস আছে। পুরো দল জয়ের ব্যাপারে বিশ্বাস রাখছে। গতকাল আমাদের অনেক কিছু শেখার ছিল। বাংলাদেশের মতো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে হবে। সেক্ষেত্রে সিরিজ জেতা কেন সম্ভব নয়?’
এদিকে শামীম পাটোয়ারী বাংলাদেশের একাদশে নিয়মিত সদস্যই বলা চলে। একাদশ নিয়ে সুস্থ প্রতিযোগিতার প্রসঙ্গে সালাউদ্দিন বলেছেন, ‘দলের যে অবস্থা এখানে স্বাস্থ্যকর প্রতিযোগিতা আরও বাড়তে পারে। আমাদের নিজস্ব চিন্তাভাবনা, অনেক সময় আমরা হয়ত মনে মনে চাই যে আরেকজন যেন পারফর্ম না করতে পারে। আমরা চাচ্ছি এমন চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে।’
তিনি আরও বলেন, ‘এটা আমরা করতে পারছি যার ফলে দলে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। ছেলেরা নিজেদের ভেতর প্রতিযোগিতা করলে তাদের মধ্যে স্ট্যান্ডার্ড লেভেল বাড়বে। আগে হয়ত টিকে থাকতে খেলত, এখন পারফর্ম করতে চাইবে। তাহলে আমাদের কাজ অনেক কমে যাবে। পারফর্ম করে যেন টিকে থাকে এমন যেন না হয় যে অন্য কেউ খারাপ করেছে তাই ঢুকে গেছে। পারফর্ম করলে দলের জন্য লাভ।’
সাইফের মতই লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় ম্যাচের একাদশে কি দেখা যাবে সোহানকে? জবাবে সিনিয়র সহকারী কোচ বলেছেন, ‘টিমের কথা তো আমি আপনাদেরকে বলতে পারব না। কেউ পারফর্ম করলে দলে স্বাস্থ্যকর প্রতিযোগিতা নিয়ে আসে। দলের ভালো ফর্ম নিয়ে আসে। সাইড বেঞ্চের সবাই পারফর্মার যত হবে তত দলের জন্য ভালো। শামীম অসুস্থ, সাইফ সুযোগ পেয়েছে। সাইফ আগে ভালো করেনি এবার ভালো করেছে। দলের জন্য ভালো তার জন্যও ভালো। এখন সে যেন ধারাবাহিক হতে পারে তাহলে দলের জন্য আরও ভালো।’
প্রথম ম্যাচে আগে বোলিং নিয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কি আগে ব্যাট করে পরে ডিফেন্ড করার চ্যালেঞ্জটা নেবে টাইগাররা? সালাউদ্দিন বলেছেন, ‘এটা আসলে এক্সপেরিমেন্ট করার জায়গা না। এটা আন্তর্জাতিক ক্রিকেট। জেতার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব।’