সাইয়ারা’র নায়কের আসল নাম আহান নয়, জানালেন নিজেই

SHARE

প্রথম ছবিতেই নজর কেড়েছেন যশরাজ ফিল্মসের ছবিতে। দর্শক তাকে চেনে আহান পাণ্ডে নামেই। কিন্তু এই নামে পরিচিত হলেও আহানের আরও একটি নাম রয়েছে; সেটাই নাকি তার আসল নাম।

সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই নিয়ে আহান বলেন, ‘আমার আসল নাম যশ। আমার এই নাম ও প্রথম ছবির প্রযোজনা সংস্থার নাম মিলেমিশে গেছে।’

শুধু তাই নয়, নায়ক এও জানান- যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করে স্বপ্নপূরণও হয়েছে তার।
প্রসঙ্গত, মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে ‘সাইয়ারা’। বহুল সাড়া জাগানো এই ছবিতে আহানের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এই নবাগত অভিনেতা।