চ্যাংলিমিথাংয়ে খেলা দেখতে আসা দর্শকরা হয়তো ঠিকমতো নিজের আসনে বসতে পারেননি। আবার অনেকে হয়তো প্রবেশ করবেন। কিন্তু তার আগেই বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাসে মাততে দেখলেন দর্শক-সমর্থকরা। মাত্র ২৩ সেকেন্ডের মাথায় যে ভারতের বিপক্ষে গোল পেয়েছে বাংলাদেশ।
সেই যে রোমাঞ্চের শুরু তা ম্যাচের শেষ পর্যন্তও ছিল। কেননা শেষ মুহূর্তের গোলে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ। যদিও নারী অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন ভারতকে ৪-৩ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ।
টুর্নামেন্টের একমাত্র হারটা যে ভারতের বিপক্ষেই ছিল।
ম্যাচের পুরো ৯০ মিনিট ছিল রোমাঞ্চে ভরা। যার শুরুটা করেন পূর্ণিমা মারমা। ২৩ সেকেন্ডের সময় বাঁ প্রান্ত থেকে মামনি চাকমার ক্রসে দারুণ এক হেডে বাংলাদেশকে আনন্দে ভাসান তিনি।
তবে আনন্দটা বেশিক্ষণ টেকেনি তাদের। কেননা নবম মিনিটে ভারতকে সমতায় ফেরান আনুশকা কুমারি। বাংলাদেশের অধিনায়ক অর্পিতা বিশ্বাসের কাছ থেকে বল কেড়ে নিয়ে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগমকে কাটিয়ে ফাঁকা জালে জড়িয়ে দেন তিনি। তার আগের মিনিটেই আনুশকার একটি শট বাড়ে লাগে।
মাঝে দুই দল এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি করলেও লিড নিতে পারেনি।
তবে ৩৪ মিনিটে ঠিকই এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় গোলটি করেন আলপি আক্তার। বিরতির পর বাংলাদেশকে ৪৮ মিনিটে তৃতীয় গোল এনে দেন সৌরভী আকন্দ প্রীতি। দুই গোলে পিছিয়ে পড়া ভারত ব্যবধান কমায় ৬৪ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজানের ভুলে। গোলবার ছেড়ে বাইরে বেরিয়ে আসলে ডি বক্সের বাইরে থেকে তার মাথার ওপর দিয়ে বলকে জালে জড়ান প্রীতিকা বর্মণ।
আর ম্যাচ শেষ হওয়ার একদম শেষ মুহূর্তে এসে ভারতকে সমতায় ফেরান ভারতীয় অধিনায়ক জুলান। এবার ভুল করেন গোলরক্ষক ইয়ারজন। সামনে এগিয়ে না এসে যদি তিন কাঠির নিচে থাকতে তাহলে ভারতের অধিনায়ক দূর থেকে শট নিতে পারতে না জালে। ৮৯ মিনিটের গোল হজমে বাংলাদেশের সান্ত্বনার জয়টা হাতছাড়া হওয়ার পথে ছিল।
তবে যোগ করে সময়ে তা হতে দেননি সৌরভী। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ এক শট নেন তিনি। তার শট কোনোরকমে ক্লিয়ার করার পথে ছিলেন ভারতের গোলরক্ষক। কিন্তু নিজেদের এক ডিফেন্ডারের পায়ে লেগে বল যায় জালে জড়িয়ে। এমন নাটকীয় গোলের পর খুশিতে আত্মহারা হয়ে পড়েন বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে ম্যাচ শেষে সেই ডিফেন্ডার কান্নায় দুই চোখ ভাসান।
যুব সাফের অন্য সব পর্যায়ে চ্যাম্পিয়ন হলেও বাকি ছিল শুধু অনূর্ধ্ব-১৭ তে। এবার সেই লক্ষ্য পূরণ করতেই ভুটানে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে এবারও তা হয়নি। ভারত ১৫ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ১০ পয়েন্টে রানার্সআপ হয়েছে। তবে ট্রফি নিয়ে উচ্ছ্বাস করতে না পারলেও চ্যাম্পিয়নদের হারিয়ে শেষ ঠিকই রাঙাল বাংলাদেশের মেয়েরা।