আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর জুটির ‘পরম সুন্দরী’। ভারতের দিল্লির ছেলে আর কেরালার মেয়ের মিষ্টি প্রেমের কাহিনি নির্ভর এ সিনেমাটি মুক্তির পরপরই সিনেপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে বলে খবর।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘সাইয়ারা’ সিনেমার ঝড়ের পর বেশ ভালোভাবেই দর্শক মনে জায়গা করে নিয়েছে রোমান্টিক প্রেমের এ সিনেমা।
ট্রেড বিশ্লেষক সুমিত কাদেল এক পোস্টে সিনেমাটিকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন।
সিনেমাটি প্রসঙ্গে তিনি লিখেছেন, পরম সুন্দরী একটি আদর্শ হিন্দি রোমান্টিক সিনেমা যেখানে রোমান্স, সংগীত, দুটি ভিন্ন সংস্কৃতি এবং পারিবারিক আবেগ সুন্দরভাবে মিশে গেছে।
এ ছাড়া ভারতীয় সমালোচক তারান আদর্শ বক্স অফিস প্রসঙ্গে ভবিষ্যদ্বাণী করে বলেছেন, সিনেমাটি বক্স অফিসে একটি সুস্থ ব্যবসা উপভোগ করবে।
এদিকে মুক্তির তিন দিন আগে সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হয়। ‘পরম সুন্দরী’ প্রথম ২৪ ঘন্টায় ১০,০০০ এরও বেশি টিকিট বিক্রি করেছে।
তাই ধারণা করা হচ্ছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু হওয়ার আগেই আয় করে নিয়েছে আনুমানিক ১০ কোটি রুপি।
তুষার জালোটা পরিচালিত এবং ম্যাডক ফিল্মসের ব্যানারে দীনেশ বিজান প্রযোজিত সিনেমাটি উত্তর ভারতীয় পাঞ্জাবি পুরুষ ‘পরম’ (সিদ্ধার্থ) এবং অর্ধ-তামিল, অর্ধ-মালয়ালি নারী ‘সুন্দরী’র (জাহ্নবী) মধ্যে ক্রমবর্ধমান আন্তঃসাংস্কৃতিক প্রেমের গল্পকে ঘিরে নির্মিত।