পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, বিপুল অঙ্কের অর্থ জব্দ

SHARE

ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে অভিযানের সময় প্রায় ১৫ লাখ ২৮ হাজার ৮৩২ শেকেল (চার লাখ ৪৭ হাজার মার্কিন ডলার) মূল্যের ‘সন্ত্রাসী তহবিল’ জব্দ করেছে। ইসরায়েলি পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মঙ্গলবার রামাল্লায় একটি মানি এক্সচেঞ্জকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়, এতে ডজনখানেক ফিলিস্তিনি আহত হয়।

পুলিশের একজন মুখপাত্রের বিবৃতিতে বুধবার বলা হয়, ইসরায়েলি সীমান্ত পুলিশ ও সেনারা ‘রামাল্লার কেন্দ্রস্থলে একটি মানি এক্সচেঞ্জ ব্যবসায় অভিযানে যায়, যা হামাস সন্ত্রাসী সংগঠনের কাছে অর্থ স্থানান্তরে ব্যবহৃত হচ্ছিল।

বিবৃতিতে আরো বলা হয়, ‘বাহিনী স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় বিপুল অঙ্কের অর্থ জব্দ করেছে, যার মোট পরিমাণ আনুমানিক ১৫ লাখ ২৮ হাজার ৮৩২ শেকেল। এর মধ্যে মার্কিন ডলার, জর্দানি দিনার, ইউরোসহ অন্যান্য বিদেশি মুদ্রা রয়েছে। এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জন পলাতককে গ্রেপ্তার করা হয়েছে এবং জব্দ করা প্রমাণসহ তাদের তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।’

গাজা যুদ্ধ চলাকালীন পশ্চিম তীরজুড়ে ইসরায়েল প্রায়ই অভিযান চালালেও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রস্থল রামাল্লায় অভিযান তুলনামূলক বিরল।
২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের তীব্রতা বেড়েছে, বিশেষ করে ওই অঞ্চলের উত্তরাংশে ফিলিস্তিনি জনবসতিপূর্ণ এলাকাগুলোতে। এ বছরের শুরুর দিকেও এবং ২০২৩ সালের ডিসেম্বরে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে একইভাবে মানি এক্সচেঞ্জ অফিসগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এএফপির হিসাবে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ৯৭২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে যোদ্ধা ও সাধারণ নাগরিক—উভয়ই রয়েছে।
ইসরায়েলি হিসাবে একই সময়ে ওই এলাকায় হামলা বা সামরিক অভিযানের সময় অন্তত ৩৬ ইসরায়েলি নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।