বিশ্ববাজারে আরো বেশি শুল্কমুক্ত সুবিধা চান বাণিজ্যমন্ত্রী

SHARE

স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বিশ্ববাজারে বাংলাদেশের জন্য আরও বেশি শুল্কমুক্ত সুবিধা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।image_94105_0.gif

ঢাকা সফররত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রবার্তো আজিভিদোর দৃষ্টি আকর্ষণ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বহির্বিশ্বে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার জন্য অনেক কাজ করেছে। তৈরিপোশাক শিল্পকে শিশুশ্রম মুক্ত করেছে। তা সত্ত্বেও অন্যান্য এলডিসিভুক্ত দেশ বিভিন্ন সুবিধা পেলেও বাংলাদেশ পাচ্ছে না।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ডব্লিউটিও মহাপরিচালকের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এ মধ্যাহ্নভোজের আয়োজন করে। তোফায়েল আহমেদ বলেন, ‘রানা প্লাজা, তাজরিন ফ্যাশন দুর্ঘটনার পর পোশাকশিল্প নিয়ে অপপ্রচার চললেও সেসব থেকে উত্তরণ ঘটেছে।’ তাই বিশ্ববাজারে আরও বেশি শুল্কমুক্ত সুবিধা পেতে ডব্লিউটিও মহাপরিচালকের সহায়তা চান মন্ত্রী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলাম, বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ উপস্থিত ছিলেন।