মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলার ঘটনায় কয়েক দিনের মধ্যেই যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওই ক্যাম্পটি আমরা সদ্যই চালু করেছি। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হইছে।
আপনারা কয়েক দিনের ভেতরেই হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।’
এর আগে গতকাল সোমবার গজারিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
গত বছরের আগস্টে আশেপাশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে যেসব অস্ত্র লুট করা হয়েছিল, হামলায় সেসব অস্ত্রই ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদ।
তিনি বলেন, সোমবার সন্ধ্যার দিকে তারা বিশেষ অভিযান পরিচালনার সময় অতর্কিতে আক্রমণ চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা আইন-শৃঙ্খলা বাহিনীর হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট পরা ছিল বলেও জানান এই কর্মকর্তা।
হামলার মুখে পুলিশ পাল্টা গুলি চালালে এক পর্যায়ে পালিয়ে যায় ‘সন্ত্রাসীরা’। এতে পুলিশের কেউ হতাহত হয়নি বলেও জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।