গোল মিসের মহড়ার পরও বড় জয় বাংলাদেশের
থুইনুই মারমার (১০ নম্বর জার্সি) গোলের পর মেয়েদের উচ্ছ্বাস। ছবি : বাফুফে
জয়ে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। ভুটানে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ নেপালকে ৩-০ গোলে হারিয়েছে। দলের হয়ে গোল তিনটি করেছেন সৌরভী আকন্দ প্রীতি, থুইনুই মারমা ও রিয়া।
চ্যাংলিমিথাংয়ে গোল পেতে আজ ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।
তবে শুরুর চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু নেপালের গোলরক্ষককে তিন কাঠির নিচে একা পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে দিয়ে মারলেন সৌরভী আকন্দ প্রীতি। ১২ গজের মধ্যে থেকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগটা মিস করলেন বাংলাদেশি স্ট্রাইকার।
মিনিট তিনেক পর আরেকটি সুযোগ মিস করেন সৌরভী।
নেপালের গোলরক্ষক লক্ষ্মী ওলিকে একা পেয়ে আবারো পরাস্ত করার আগে বাইরে মারেন তিনি। এবার বাঁ প্রান্তের গোলবারের কাছ থেকে। ১২ ও ১৫ মিনিটে তার দুটি শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। বিপরীতে বাংলাদেশি গোলরক্ষক ইয়াজান বেগমকে তেমনটা একটা চাপের মুখে পড়তে হয়নি।
৩৫ মিনিটে আরো একটি সুবর্ণ সুযোগ মিস করেন সৌরভী। এবারও বক্সের মধ্যে গোলরক্ষককে একা পেয়েছিলেন তিনি। তার একের পর এক গোল মিসে মনে হচ্ছিল প্রথমার্ধে আর গোল পাবে না বাংলাদেশ। তবে বিরতিতে যাওয়ার ৪ মিনিট আগে লিড এনে দেন থুইনুই মারমা। বক্সের মধ্যে জটলায় সুযোগ পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলকে জালে জড়ান।
আর ৪৫ মিনিটে একাধিক সুযোগ মিসের প্রায়শ্চিত্ত করেন সৌরভী। নেপালের গোলরক্ষক বল ক্লিয়ার করতে ডি বক্সের বাইরে আসলে ফাঁকা গোলবারে সহজে বল পাঠান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমানোর সুযোগ পায় নেপাল। কিন্তু ৫৫ মিনিটে ভাগ্য তাদের পাশে ছিল না। সাহারা লিম্বুর শট যে ডান পোস্টে লেগে বাইরে চলে যায়।
৫৯ মিনিটে আবার নিজেই নিশ্চিত গোলের সুযোগ মিস করেন সাহারা। গোলরক্ষককে একা পেয়ে তাকে কাটিয়ে নেপালের স্ট্রাইকার গোল দিতে চাইলে বাঁদিকে ঝাঁপিয়ে বল ধরে ফেলেন ইয়ারজান। পরে নেপালের আর ব্যবধান কমাতে পারেনি, উল্টো ম্যাচের যোগ করা সময়ে তৃতীয় গোল হজম করে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের জালে শেষ পেরেক মারেন বদলি নামা রিয়া।
মাঝে আরো তিনটি গোল পেতে পারত বাংলাদেশ। তবে এবার ভাগ্যেকে পাশে পায়নি। ৮০ মিনিটে সৌরভীর শট বারে লেগে ফেরত আসে। ফিরতি সুযোগ পেলেও তার এক সতীর্থর হেড সহজে ধরে ফেলে নেপালের গোলরক্ষক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেও তার আরেকটি শট ডান পোস্টে লাগে। তার আগে ৮৫ মিনিটে হতাশ হন থুইনুই। প্রায় মাঝ মাঠ থেকে নেওয়া তার শট ডান পোস্টে লাগে। সেই দুটি গোল না পেলেও শেষে হাসিমুখেই মাঠ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।
এর আগে স্বাগতিক ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরে মুদ্রার উল্টো পিঠ দেখে।