দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইন ১-২ মাসের মধ্যে বাস্তবায়ন হবে : আসিফ নজরুল

SHARE

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘দুদক সংস্কার কমিশন যেসব আইন প্রস্তাব করেছে, তা আগামী ১ থেকে ২ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।’

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন আইন উপদেষ্টা। পরে বিকেল ৩টার পর দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের দুর্নীতি দমন বিষয়ক যে সংস্কার কমিশন আছে, তারা দুদক সংস্কারের বিষয়ে কিছু প্রস্তাবনা দিয়েছে।
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো আগামী দু-এক মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।’

আসিফ নজরুল আরো বলেন, ‘দুর্নীতি দমন সংস্কার কমিশনে কিছু প্রস্তাবনা ছিল দুদক সংস্কারের বিষয়ে। কমিশনের প্রস্তাব নিয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে আলাপ করেছি।’

গত ১৫ জানুয়ারি অর্থপাচার তদন্তের ক্ষেত্রে দুদকের নেতৃত্বে বিভিন্ন এজেন্সির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন করা এবং ‘স্বাধীন’ ও ‘সাংবিধানিক’ স্বীকৃতি দেওয়াসহ সংস্থাটির সংস্কারে ৪৭টি সুপারিশ দাখিল করে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।
পরে ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংস্কার কমিশনের প্রতিবেদনে দুদককে একটি ‘কার্যকর’ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেব গড়ে তুলতে এবং প্রতিষ্ঠানটির আমূল সংস্কারে ৩৭ সুপারিশের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, আইন পরিবর্তনসহ ১০টি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল সংস্কার কমিশন।