যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক বন্দুকধারীর গুলিতে দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশুর মৃত্যু হয়েছে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি দুটি গাড়িও চুরি করেছে। টেক্সাসের রাজধানী অস্টিনে সোমবার (স্থানীয় সময়) একটি টার্গেট স্টোরের (সুপার মার্কেট) পার্কিং লটে এই গুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় শহরের অন্য প্রান্ত থেকে পুলিশ তাকে আটক করে বলে জানিয়েছেন অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস।
ডেভিস জানান, সন্দেহভাজন ওই ব্যক্তির বয়স ত্রিশের কোঠার এবং তার মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে বলে জানা গেছে। পুলিশ এখনো হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণে কাজ করছে। ঘটনার বিবরণে জানা যায়, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে পুলিশের কাছে গুলির খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পায়।
তাদের মধ্যে এক শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ঘটনাস্থলেই মারা যান, অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ডেভিস জানান, পার্কিং লট থেকে চুরি করা গাড়ির মালিকই সম্ভবত নিহতদের একজন। হামলার পর সন্দেহভাজন প্রথমে একটি গাড়ি চুরি করে পালান। পরে সেটি দুর্ঘটনার শিকার হলে একটি গাড়ি ডিলারশিপ থেকে আরেকটি গাড়ি চুরি করে পালান।
প্রায় ২০ মাইল দূরে দক্ষিণ অস্টিনে গিয়ে পুলিশ তাকে আটক করে।
ডেভিস বলেন, ‘আজ অস্টিনের জন্য একটি অত্যন্ত দুঃখজনক দিন। আমার সমবেদনা নিহতদের পরিবারের প্রতি।’ স্থানীয় বাসিন্দা ২২ বছর বয়সী লনি লি বলেন, তিনি ও তার বোন কিছুক্ষণ আগেই টার্গেট স্টোরে ছিলেন এবং দুপুরের খাবারের পর আবার ফিরে এসে দেখেন পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। লি বলেন, ‘আমরা সত্যিই সৌভাগ্যবান ছিলাম।
কিন্তু সবাই ততটা ভাগ্যবান ছিলেন না।’ এই ঘটনার সময় অনেকেই স্কুল শুরুর আগে কেনাকাটা করছিলেন।
টার্গেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীরভাবে মর্মাহত। আমাদের অস্টিন দলের পাশে আছি এবং ক্ষতিগ্রস্ত সবারর জন্য শোক ও সহানুভূতি জানাই।’ তারা কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করবে বলেও জানায়। অস্টিনের মেয়র কির্ক ওয়াটসন এক্স-এ (পূর্বের টুইটার) এক বার্তায় বলেন, ‘আমার সমবেদনা নিহতদের পরিবারের জন্য। এটি এক জঘন্য, কাপুরুষোচিত সহিংসতা।’
এই ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে। মিশিগানের ওয়ালমার্ট স্টোরে হামলার মাত্র দুই সপ্তাহেরও বেশি সময় পরে টার্গেট গুলি চালানোর ঘটনাটি ঘটল। ২৬শে জুলাই ট্র্যাভার্স সিটি স্টোরে ১১ জনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং একাধিক হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
সূত্র : এপি