বিচ্ছেদ গুঞ্জনে এক হয়ে ফিরলেন ঐশ্বরিয়া-অভিষেক

SHARE

বলিউডে অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে। একাধিকবার তাদের বিচ্ছেদের খবর চাউর হলেও, পরে সবই মিলিয়ে গেছে হাওয়া হয়ে। সম্প্রতি আবারও গুঞ্জন তীব্র হয় যে তারা সম্পর্কের ইতি টানতে চলেছেন। তবে এ নিয়ে দুই তারকা দম্পতি নিজেরা কিছু জানান না সবটাই গুঞ্জন।

রবিবার (১১ আগস্ট) বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল অভিষেক-ঐশ্বরিয়াকে। ঐশ্বরিয়াকে দেখা গেল লম্বা ঝুলের কালো ব্লেজারে। খোলা চুল, ঠোঁটে লাল লিপস্টিক, তার সঙ্গে মানানসই মেকআপ। অভিষেক পরেছিলেন ধূসর রঙের হুডি, তার ওপর ঘি রঙা জ্যাকেট।
মাথায় টুপি। অভিষেকের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ ঐশ্বরিয়া। ভালোবেসে স্ত্রীর কাঁধে হাত রেখেছেন অমিতাভপুত্র। দুজনের মুখেই মৃদু হাসি।

পারিবারিক ছুটি কাটিয়ে মেয়েকে নিয়ে দেশে ফেরেন এই তারকা দম্পতি। ভিডিওতে দেখা যায়, মা-মেয়ে এবং অভিষেক তিনজনই হাসিমুখে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। অভিষেককে স্ত্রী ও মেয়ের জন্য অপেক্ষা করতে এবং গাড়ির দরজা খুলে দিতে দেখা যায়, যা দেখে কোনোভাবেই মনে হয়নি তাদের সম্পর্কে তিক্ততা আছে।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আরো কিছু মধুর মুহূর্তের ভিডিও, যেখানে বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় অভিষেক-ঐশ্বরিয়াকে। এক ভিডিওতে ঐশ্বরিয়াকে সানগ্লাস পরে ক্যামেরার সামনে চুল ঠিক করতে দেখা যায়, অন্যটিতে তিনি অভিষেকের কাঁধে হেলে ভক্তের সঙ্গে সেলফি তুলছেন।
দুজনের মুখেই ছিল প্রাণখোলা হাসি।

কিছুদিন আগে হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আমি যতই পরিষ্কার ব্যাখ্যা দিই, কেউ না কেউ সেটাকে বিকৃত করবে। নেতিবাচক খবরই বেশি বিক্রি হয়, তাই এখন আর আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।’