ইসরায়েলি হামলায় আরো ৪৮ ফিলিস্তিনির মৃত্যু

SHARE

ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো একাধিক বিমান হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন শিশু এবং অন্তত ৫ জন অনাহারে প্রাণ হারিয়েছেন। সোমবার আনাদোলু সংবাদ সংস্থাকে জানিয়েছে চিকিৎসা সূত্র।

চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরায়েলি যুদ্ধবিমান এক ফিলিস্তিনি পরিবারের বাড়িতে হামলা চালালে পরিবারের সাতজন সদস্যই নিহত হন।
এছাড়া, দক্ষিণ খান ইউনুসে ত্রাণের জন্য অপেক্ষারত লোকজনের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী, এতে দুই ফিলিস্তিনি নিহত হন।

মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি শিশুর মরদেহ আল-আউদা হাসপাতালে নেওয়া হয়। একই হামলায় আরো চারজন আহত হন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

গাজা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

এছাড়া, গাজা সিটির দক্ষিণ-পূর্বের জেইতুন এলাকায় ইসরায়েলি হামলায় নয় ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে আটজনই শিশু।