ধূমপানের জন্য স্টেশনে নামা যুবকের দ্রুতগতির ট্রেনে ঝাঁপ

SHARE

অস্ট্রিয়ায় এক ব্যক্তিকে যাত্রাবিরতির পর স্টেশনে রেখে একটি দ্রুতগামী একটি ট্রেন যাত্রা শুরু করলে তিনি ট্রেনটিতে ঝাঁপিয়ে পড়েন। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২৪ বছর বয়সী আলজেরিয়ার নাগরিক ওই ব্যক্তি ভিয়েনার পশ্চিমে ৬৪ কিলোমিটার দূরে সেন্ট পোয়েলটেন স্টেশনে ধূমপানের জন্য ট্রেনের নির্ধারিত বিরতির সময়ে নেমে গিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পর তার বুঝে ওঠার আগেই ট্রেনটি ধীরে ধীরে স্টেশন ছাড়তে শুরু করে।
ট্রেনের সঙ্গে যাত্রা করতে তিনি দুই বগির মাঝখানের ফাঁকা জায়গায় ওঠার সিদ্ধান্ত নেন ও চলন্ত ট্রেনে ঝাঁপ দেন।

এরপর তিনি ট্রেনের জানালায় ধাক্কা দিয়ে অন্যান্য যাত্রীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। পরবর্তীতে জরুরি যাত্রাবিরতি দিয়ে তাকে ট্রেনে ওঠার সুযোগ দেওয়া হয়।

অস্ট্রিয়ান ট্যাবলয়েড হোয়েটে জানিয়েছে, তিনি ট্রেনের কন্ডাক্টরের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

সুইজারল্যান্ডের জুরিখ থেকে ভিয়েনায় যাত্রা করা ট্রেনটি পরবর্তীতে সাত মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছয় বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে অস্ট্রিয়ার রেলওয়ের একজন মুখপাত্র। তিনি বলেন, ‘এটি দায়িত্বজ্ঞানহীন একটি কাজ। এ ধরনের ঘটনায় সাধারণত শেষ পর্যন্ত মৃত্যুও ঘটতে পারে।’

প্রতিবেদনটিতে আরো বলা হয়, ট্রেনে ঝাঁপ দেওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে জানুয়ারিতে জার্মানিতে একই রকম একটি ঘটনা ঘটেছিল, যেখানে একজন ভাড়ার টাকা না দেওয়া যাত্রী একটি দ্রুতগামী ট্রেনের বাইরের দিকে ঝুলে ছিলেন। হাঙ্গেরির নাগরিক ওই ব্যক্তি পুলিশকে জানান, ধূমপানের বিরতিতে তিনি তার লাগেজ ট্রেনে রেখে গিয়েছিলেন, এ কারণে ট্রেন থেকে নামতে চাননি।

সূত্র : বিবিসি