একই টুর্নামেন্টে ২ জাপানি বক্সারের মৃত্যু

SHARE

বক্সিং রিংয়ে ঝড় তুলে অনেকবারই শিরোনাম হয়েছেন শিগেতোশি কোটারি এবং হিরোমাসা উরাকাওয়া। সেই একই খেলার জন্য এবার শেষবারের মতো শিরোনাম হলেন দুই জাপানি বক্সার।

বক্সিং খেলার সময় মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে যে আর রিংয়ে ফেরা হচ্ছে না তাদের। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দুজনে।
গত ২ আগস্ট জাপানের রাজধানী টোকিওতে ওরিয়েন্টাল ও প্যাসিফিক বক্সিং ফেডারেশন (ওপিবিএফ) জুনিয়র সুপার ফেদারওয়েট ও লাইটওয়েটে অংশ নেন কোটারি এবং উরাকাওয়া।

নিজ নিজ ম্যাচ শেষ হওয়ার আগেই মস্তিষ্কে গুরুতর চোট পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন কোটারি এবং উরাকাওয়া। পরে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করিয়ে ব্রেইন সার্জারি করানো হয়। তবে চিকিৎসকদের সকল চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে পরপারে পাড়ি জমান তারা।
গত শুক্রবার কোটারি মারা যাওয়ার একদিন পর তার যাত্রা অনুসরণ করেন উরাকাওয়া। একই আসরে দুই বক্সারের মৃত্যুর খবরে তাই শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে।

কোটারির মৃত্যু নিয়ে গত শনিবার এমটি বক্সিং জিম তাদের ওয়েবসাইটে বলেছে, ‘কোটারি, জাপানিস ফাইটার ইয়ামাতো হাতার বিপক্ষে ১২ রাউন্ড শেষে ড্রয়ের পর তার জ্ঞান হারিয়ে ফেলে। পরে গত ৮ আগস্ট পরপারে পাড়ি জমান।
সার্জারির পর সে ফিরে আসার সর্বোচ্চ চেষ্টা করেছিল। তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার অপারেশন করা হয়েছিল টোকিও হাসপাতালে।’

অন্যদিকে বিশ্ব বক্সিং অর্গানাইজেশন (ডব্লিউবিও) ইনস্টাগ্রামে লিখেছে, ‘যোজি সাইতোর বিপক্ষে অস্টম এবং ফাইনাল রাউন্ড শেষে ম্যাচ হেরে যাওয়ার আগে মস্তিষ্কে গুরুতরও আঘাত পান উরাকাওয়া।’