বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার ঢাকায় অনুষ্ঠিত সভায় তিনজন নতুন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। জুলিয়ান উড তিন মাসের জন্য বিশেষ ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন। পাওয়ার হিটিংয়ে দক্ষ এই কোচ সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন।
অ্যালেক্স মার্শাল এক বছর মেয়াদে বিসিবির অ্যান্টি-করাপশন বিভাগে কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
মার্শাল গত বছর সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার ছিলেন। বিসিবির মিডিয়া কমিটির সভাপতি ইফতেখার রহমান বলেন, তারা মার্শালের মাধ্যমে বোর্ডের অ্যান্টি-করাপশন ইউনিটকে ‘উন্নত’ করতে চায়।
তিনি আরো জানান, আইসিসির ইন্টিগ্রিটি ইউনিট এবার বিপিএলের অ্যান্টি-করাপশন তদারকির কাজ করবে। বর্তমানে ২০২৪-২৫ মৌসুমের বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে করাপশন তদন্ত চলছে।
পূর্বে বিসিবির কিউরেটর পদে থাকা টনি হেমিংকে আবারও দুই বছরের জন্য হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি দেশের সব আন্তর্জাতিক ভেন্যুর কিউরেটরদের তত্ত্বাবধান করবেন এবং কিউরেটরদের প্রশিক্ষণ দেবেন। গামিনি সিলভাকে এক বছরের জন্য পুনরায় বর্ধিত করা হয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহকে দেশের নতুন প্রথম শ্রেণির দল হিসেবে ঘোষণা করা হয়েছে।
তারা ঢাকা মেট্রোপলিসের জায়গায় ন্যাশনাল ক্রিকেট লিগে অংশগ্রহণ করবে। তবে আগামী এনসিএল টি-টোয়েন্টিতে তাদের সুযোগ না পাওয়া গেলেও পরবর্তী আসরে তারা অংশ নেবে।