হারারেতে আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালের আগে লিগ পর্বে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। তিন ম্যাচের দুটিতে জিতেছেন বাংলাদেশের যুবারা। আরেকটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা যুবাদের বিপক্ষে এই দাপট স্বাভাবিকভাবে আজও ধরে রাখতে চাইবে বাংলাদেশ। লিগ পর্বেও বেশ দাপুটে ক্রিকেট খেলে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি হেরেছেন জাওয়াদ আবরার-আজিজুল হাকিমরা। সেটিও দক্ষিণ আফ্রিকা যুবাদের বিপক্ষে।
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের তিনটিতেই জয় আর প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের দুটিতে জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ছয় ম্যাচের চারটিতে জিতেছে। তাদের দুটি হারই বাংলাদেশের বিপক্ষে।