ফরিদপুরে দম্পতি খুনের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

SHARE

fashi25ফরিদপুরের বহুল আলোচিত বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় করা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ.বি.এম নিজামুল হক মঙ্গলবার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- মো. সুজন বেপারী ও মো. নজরুল ইসলাম। মীর মো. তানভীর রহমান খসরুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে খসরুকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

রায় ঘোষণা করার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন- মো. মাহাফুজুর রহমান লিখন, মো. ওসমান গনি ভূইয়া ও তাছলিমা ইয়াসমিন দিপা।

আসামিপক্ষে ছিলেন- মো. জামাল উদ্দিন খন্দকার ও মো. ফারুক আহমেদ।

এ মামলায় বিভিন্ন সময় ২১ জন সাক্ষী দিয়েছেন।

২০১৫ সালের ২৬ এপ্রিল রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি উপস্থাপন করে ও ২০১৫ সালের ২৯ এপ্রিল আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর হতে ২৬ অক্টবরের মধ্যে যেকোনো সময়ে ফরিদপুর কোতয়ালী থানাধীন গৈজদ্দীন মুন্সীর ডাঙ্গী সাকিন এলাকার বৃদ্ধ মীর সামছুল হক ও তার স্ত্রী নার্গিস নাহার বেগমের বাড়িতে প্রবেশ করে ধারালো দা ও ছোরা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত দম্পত্তির ছেলে মীর মো. কামরুল আহসান মাসুদ ফরিদপুর কোতয়ালী থানায় অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি র‌্যাব-৮ এর এ.এস.পি কামাল উদ্দিন তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ পাঠানো হয়।

২০১৪ সালের ১৯ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।