ধর্ষণ মামলায় শর্ত সাপেক্ষে জামিন আর্সেনালের সাবেক মিডফিল্ডারের

SHARE

ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযুক্ত মামলা থেকে জামিন পেয়েছেন থমাস পার্টি। তবে সেটা শর্ত সাপেক্ষে। আজ লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হয়ে শর্ত সাপেক্ষে জামিন পান আর্সেনালের সাবেক মিডফিল্ডার।

গত মাসের শুরুর দিকে থমাসের বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলা হয়।
মামলাগুলো করেন তিনজন নারী। মামলার পর মেট্রোপলিটন পুলিশ ফোর্স এক বিবৃতিতে জানিয়েছিল, ৩২ বছর বয়সী ঘানার ফুটবলারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ২০২১ থেকে ২০২২ সালের ঘটনা। দুই নারীর সঙ্গে ধর্ষণের আর তৃতীয়জনের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কিত।

থমাসের জামিনের বিষয়ে প্রধান ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং বলেছেন, ‘বুঝতে পারছি সে এখন এই দেশে (ইংল্যান্ডে) খেলছে না।
এখন থেকে স্পেনে খেলবে।’ লন্ডনভিত্তিক ট্যাবলয়েড দ্য লল্ডন স্ট্যান্ডার্ড জানিয়েছে, থমাসের জামিনের অর্থ হচ্ছে, তিন নারীর সঙ্গে সে কোনোরকম যোগাযোগ করতে পারবে না। আন্তর্জাতিক ভ্রমণ এবং স্থায়ী আবাসস্থল পরিবর্তন হলে অবশ্যই পুলিশকে জানাতে হবে।

আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার ৪ দিন পরেই মামলার দুঃসংবাদ পান থমাস।
পরে ইংলিশ ক্লাবের সঙ্গে নতুন চুক্তি না করে ভিয়ারিয়ালের সঙ্গে করেন ঘানার মিডফিল্ডার। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ক্লাবের সঙ্গে ২ বছরের চুক্তি সেরেছেন তিনি।