গত একটা বছর রিয়াল মাদ্রিদে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। গুঞ্জন উঠেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে দলে নিতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।
রিয়ালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও সম্প্রতি হতাশায় ভুগছেন। পর্তুগিজ তারকা নিয়মিত গোল পাচ্ছেন না। এ মৌসুম শেষেই তাই ক্যাসিয়াস-রোনালদো ক্লাব ছাড়তে পারেন বলে মনে করছেন রিয়ালের প্রাক্তন গোলরক্ষক অগাস্টিন রদ্রিগেজ।
স্পেনের রেডিও মার্কা’কে রদ্রিগেজ বলেন, ‘আমার মনে হয় ইকার ক্যাসিয়াস ক্লাব ছেড়ে দেবে। সত্যিই ও চলে যাবে। এবং ক্রিস্টিয়ানোও (রোনালদো) একই কাজ করবে।
এ মৌসুমে কোপা ডেল রে থেকে আগেই ছিটকে গেছে রিয়াল। লা লিগার শিরোপাও প্রায় হাতছাড়া করেছে। চ্যাম্পিয়নস লিগের স্বপ্নটাই একমাত্র বেঁচে আছে তাদের। তবে বুধবার রাতে সে স্বপ্নও শেষ হয়ে যেতে পারে কার্লো আনচেলোত্তির দলের। কারণ সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের মাঠে ২-১ গোলে হেরেছে রিয়াল।
বুধবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে রিয়াল। ক্যাসিয়াস-রোনালদোর ক্লাবে থাকা-না থাকার বিষয়টি বুধবারই জানা যাবে বলে মনে করছেন ১০ বছর রিয়ালের গোলপোস্টের দায়িত্ব সামলানো রদ্রিগেজ।