বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী সাবা কামার। অসুস্থতা অনুভব করলে সোমবার তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে যে, সাবা কামার বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
পাকিস্তানের সিনিয়র হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুমতাজ শাহসহ একদল চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করেন।
এরপর অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলেও জানান।
৪১ বছর বয়সি এই অভিনেত্রী ২০০৫ সালে টেলিভিশন নাটক ‘ম্যায় আওরত হুঁ’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন সাবা কামার এবং দ্রুতই জনপ্রিয়তা লাভ করেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘দাস্তান’, ‘মাআত’, ‘পানি জাইসা পেয়ার’ এবং ‘বাগি’। বিশেষ করে ‘বাগি’-তে কান্দিল বালোচ চরিত্রে তার অভিনয় সমাজের ভণ্ডামি ও নারীদের সংগ্রামের বাস্তবতা ফুটিয়ে তোলে এবং ব্যাপক প্রশংসা অর্জন করে।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও সাবা কামার শক্ত অবস্থান গড়ে তুলেছেন। ২০১৭ সালে বলিউডে ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। সমাজ-ব্যঙ্গাত্মক এই ছবিটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়ায়। এতে তার অভিনয় ভারত ও পাকিস্তান—উভয় দেশেই ব্যাপক প্রশংসিত হয়।
পাকিস্তানি চলচ্চিত্রেও তার উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে, যার মধ্যে ‘লাহোর সে আগে’ ও ‘কমলি’ উল্লেখযোগ্য। বিশেষ করে ‘কমলি’ সিনেমায় অভিনয় তাকে তার প্রজন্মের সেরা অভিনেত্রীদের কাতারে তুলে আনে।