গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের সাহায্য চান শত শত সাবেক ইসরায়েলি কর্মকর্তা

SHARE

ইসরায়েলের অবসরপ্রাপ্ত শত শত নিরাপত্তা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি গাজায় যুদ্ধ বন্ধের ব্যাপারে তাদের নিজ দেশকেই চাপ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তারা গণমাধ্যমে পাঠানো একটি খোলা চিঠিতে বলেছেন, ‘আমরা আমাদের পেশাদারির জায়গা থেকে বলতে পারি, হামাস এখন আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়।’

নিরাপত্তা সংস্থা শিন বেটের সাবেক পরিচালক এমি আয়ালোন বলেছেন, ‘প্রথমে এ যুদ্ধ ছিল একটি ন্যায়সঙ্গত যুদ্ধ—একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ, কিন্তু যখন আমরা সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করেছি, তখন এ যুদ্ধ আর ন্যায়সঙ্গত যুদ্ধ নয়।’

ওই খোলা চিঠিকে সমর্থন জানিয়ে একটি ভিডিও বার্তায় আয়ালোন সতর্ক করে বলেন, ‘২৩ মাস পূর্ণ করতে যাওয়া এ যুদ্ধ ইসরায়েল রাষ্ট্রটিকে নিরাপত্তাহীনতা ও অস্তিত্বহীনতার দিকে নিয়ে যাচ্ছে।

গোয়েন্দা সংস্থা মোসাদ ও নিরাপত্তা সংস্থা শিন বেটের সাবেক কর্মকর্তাসহ ৫৫০ জনের স্বাক্ষরিত ওই চিঠিতে ট্রাম্পের প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে, যাতে গাজা থেকে ইসরায়েলি জিম্মিরা মুক্তি পায় ও জাতিসংঘের সংস্থাগুলো মানবিক সহায়তা বিতরণ করতে পারে। কিন্তু নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রীসহ ইসরায়েলের কিছু নেতা ইসরায়েলি বাহিনীকে এগিয়ে যাওয়ার ও গাজাকে সম্পূর্ণ বা আংশিকভাবে দখল করার জন্য চাপ দিচ্ছেন।

চিঠিটিতে তিনজন সাবেক মোসাদ প্রধান স্বাক্ষর করেছেন। তারা হলেন তামির পারদো, এফরেইম হ্যালেভি ও ড্যানি ইয়াতোম।

অন্যান্য স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন পাঁচজন সাবেক শিন বেট প্রধান —আয়লোন, নাদাভ আরগামান, ইওরাম কোহেন, ইয়াকভ পেরি ও কারমি গিলন এবং সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন ও ড্যান হালুৎজসহ তিনজন সাবেক সামরিক চিফ অব স্টাফ৷

চিঠিতে যুক্তি দেওয়া হয়েছে, ‘ইসরায়েলি সামরিক বাহিনী অনেক আগেই বলপ্রয়োগের মাধ্যমে অর্জন করা যায় এমন দুটি লক্ষ্য অর্জন করেছে, যেগুলো হলো হামাসের সামরিক বাহিনী ও শাসনব্যবস্থা ভেঙে দেওয়া। তবে তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য জিম্মিদের মুক্তি, সেটি কেবল চুক্তির মাধ্যমেই পূরণ করা সম্ভব।
অবশিষ্ট হামাসের শীর্ষ কর্মকর্তাকে পরেও ধরা যাবে।’

চিঠিতে সাবেক কর্মকর্তারা ট্রাম্পকে বলেছেন, ইসরায়েলিদের সংখ্যাগরিষ্ঠের কাছে তার বিশ্বাসযোগ্যতা রয়েছে এবং তিনি যুদ্ধ শেষ করতে ও জিম্মিদের ফেরানোর জন্য নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে পারেন। স্বাক্ষরকারীরা যুক্তি দেন, যুদ্ধবিরতির পর ট্রাম্প হামাসের শাসনের বিকল্প হিসেবে গাজার দায়িত্ব একটি সংস্কারকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেওয়ার ব্যাপারে সমর্থন জানানোর জন্য আঞ্চলিক জোটকে বাধ্য করতে পারেন।

সূত্র : এএফপি