টেবিল টেনিসের দায়িত্বে থাইল্যান্ডের কোচ

SHARE

সামনে টেবিল টেনিসের বেশ কটি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। সেই সব টুর্নামেন্টে ভালো করতেই আজ নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। নতুন কোচ পাত্তারাতর্ন পাসারা হচ্ছেন থাইল্যান্ডের সাবেক খেলোয়াড়।

পাসারাকে অবশ্য এখনোই দীর্ঘ মেয়াদের জন্য দায়িত্ব দিচ্ছে না ফেডারেশন।
বর্তমানে তাকে ২ মাসের জন্য দায়িত্ব দিচ্ছে। পারফরম্যান্স ভালো হলে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা রয়েছে।

থাইল্যান্ডের হয়ে ২০২২ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষের দলগত ইভেন্টে সোনা জেতেন পাসারা। ২৫ বছর বযসী কোচকে দায়িত্ব দেওয়ার বিষয়ে বিটিটিএফের সাধারণ সম্পাদক মাকসুট সনেট বলেছেন, ‘চীনা কোচ নেওয়ার চেষ্টা করেও আমরা সফল হইনি।
তাই থাইল্যান্ড থেকে কোচ আনার সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে প্রতিশ্রুতিশীল কিছু খেলোয়াড় সরাসরি থাই কোচের অধীনে অনুশীলন শুরু করবে। আর বাকিরা স্থানীয় কোচদের সঙ্গে প্রশিক্ষণ চালিয়ে যাবে।’

পাসারার অধ্যায় শুরু হবে আগামী অক্টোবরে।
বাহরাইনে তৃতীয় ইয়ুথ গেমস দিয়ে। এরপরে নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেবে বাংলাদেশ। আর জানুয়ারিতে পাকিস্তানে হবে দক্ষিণ এশিয়ান গেমস।