ইন্টার মায়ামির সঙ্গে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন লিওনেল মেসি। তবে গুঞ্জন চলছে, আর্জেন্টাইন তারকা ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করতে পারেন ক্লাবটির সঙ্গে। আবার কিছু গণমাধ্যম দাবি করছে, নতুন ক্লাবে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার। এমন পরিস্থিতিতে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানালেন, ক্লাবেই থাকার ব্যাপারে আশাবাদী তিনি।
লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়েন মাসচেরানো। তিনি বলেন, “আমরা সবাই চাই মেসি চুক্তি নবায়ন করুক। এটা ক্লাব ও মেসির মধ্যকার বিষয়, আলোচনা চলতে পারে গোপনে। যদি সমঝোতা হয়, সেটা সময়মতো জানানো হবে। আমি নিজেও নানা গুঞ্জন শুনেছি, তবে এখন পর্যন্ত আমরা আশাবাদী—সে আমাদের সঙ্গেই থাকবে।”
২০২৩ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে মায়ামিতে যোগ দেন মেসি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচে ৫৮ গোল করেছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।