হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে রাকেশ রোশান, অ্যাঞ্জিওপ্লাস্টির পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

SHARE

বলিউডের প্রখ্যাত পরিচালক ও অভিনেতা রাকেশ রোশান সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৬ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্ত সরবরাহকারী প্রধান ধমনীগুলোর একাধিকটিতে গুরুতর ব্লকেজ ছিল, যা তার স্বাস্থ্যের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়ায়।

প্রাথমিক অবস্থায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হলেও চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

রাকেশ রোশানের মেয়ে সুনয়না রোশান জানান, তার বাবার ঘাড়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে প্রায় ৭৫ শতাংশ রক্তপ্রবাহে বাধা ছিল, যা উপেক্ষা করলে মারাত্মক ফল হতে পারত।

রাকেশ রোশান নিজেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানান, “কোনো উপসর্গ ছিল না। হঠাৎ করেই জানতে পারলাম আমার ক্যারোটিড ধমনী দুটিতে রক্ত ঠিকভাবে প্রবাহিত হচ্ছে না। প্রায় ৭৫ শতাংশ ব্লক ছিল।” তিনি আরও জানান, সময়মতো হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ।

এ ঘটনায় বলিউড সুপারস্টার ও রাকেশ রোশানের ছেলে হৃতিক রোশান হাসপাতালে ছুটে যান বাবাকে দেখতে। ৭৫ বছর বয়সী রাকেশ রোশান তার কঠোর নিয়ম মেনে চলা জীবনধারা এবং প্রতিদিনের ব্যায়ামচর্চার জন্য সুপরিচিত। তাই এত নিয়মানুবর্তী জীবনযাপন করেও হঠাৎ এমন শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তার পরিবার ও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, এখন তার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।