চাঁদাবাজ-লুটেরা নয়, দেশপ্রেমিকদের রাজনীতিতে আসার আহ্বান জামায়াত আমিরের

SHARE

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি যেন হয় জনসেবার মাধ্যম, লুটপাট বা ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার নয়। তিনি বলেন, “ভিক্ষুক, লুটেরা কিংবা চোরের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। যারা মানুষের ভালোবাসা ও সম্পদের পাহারাদার হতে পারবেন, তারাই রাজনীতিতে আসুন।”

মঙ্গলবার বিকেলে রংপুর সদরের মমিনপুরে জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারতের সময় তিনি এসব মন্তব্য করেন। ঢাকায় ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে নিহত শাহ আলমকে স্মরণ করে তিনি বলেন, “দেশের মানুষ আজ ক্ষুব্ধ ও অসন্তুষ্ট। তাদের ক্ষোভ প্রশমনের একমাত্র ক্ষমতা আল্লাহর, কিন্তু আমাদেরও চেষ্টা করতে হবে।”

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় দেশে দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজি বেড়েছে। “যারা মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়েন, তাদের বলব—ভিক্ষা করা অনেক সম্মানজনক, অন্তত চাঁদাবাজি করবেন না,”—বলেন তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে পালাক্রমে অনেকেই দেশ পরিচালনা করেছেন, তবে জনগণ তাদের কর্মকাণ্ডের সাক্ষী। “ভালো করলে তার সাক্ষী আছে, মন্দ করলেও।”

ভবিষ্যৎ রাজনৈতিক রূপকল্প তুলে ধরে জামায়াত আমির জানান, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কেউ ঘুষ নেবে না, কেউ চাঁদাবাজি করবে না। যদি কেউ ঘুষের জন্য হাত বাড়ায়, তার হাত অবশ করে দেওয়া হবে। এই বাংলাদেশই আমরা গড়তে চাই।”

তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত থেকে ভবিষ্যতে সংসদ সদস্য ও মন্ত্রী নির্বাচিত হলে, তারা কোনো সরকারি প্লট নেবেন না, বিনা ট্যাক্সের গাড়িও ব্যবহার করবেন না। “এক দেশে দুই আইন চলবে না। আমরা নিজেরাও নেব না, কাউকে নিতেও দেব না। রাজপথে ও সংসদে গর্জে উঠব,”—বলেন তিনি।

এর আগে পাবনা থেকে হেলিকপ্টারে করে রংপুরের মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন ডা. শফিকুর রহমান এবং শাহ আলমের কবর জিয়ারত করেন।