ইরানে বাস উল্টে নিহত ২১

SHARE

ইরানের দক্ষিণাঞ্চলে শনিবার একটি দূরপাল্লার বাস উল্টে অন্তত ২১ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

কাভার নামের একটি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে, যা রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। তবে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ২১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।’ এ ছাড়া ২৯ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

ইরানের সংবাদমাধ্যমে একটি পাহাড়ি রাস্তার পাশে উল্টে পড়ে থাকা বাসের ছবি প্রকাশিত হয়েছে।

সড়কে সুরক্ষার দিক থেকে ইরানের রেকর্ড খুবই খারাপ।
সরকারি সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত ১২ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার জনের মৃত্যু হয়েছে।