নতুন দুটি উপজেলা, দুটি পৌরসভা ও একটি থানার অনুমোদন

SHARE

নতুন দুটি উপজেলা, দুটি পৌরসভা, একটি থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।image_84457_0

অতিরিক্ত সচিব বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা থানাকে উপজেলায় উন্নীতকরণ করা হয়। নতুন এ উপজেলায় ইউনিয়নের সংখ্যা তিনটি, আয়তন ১১৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হবে ৪৪ হাজার ২০২ জন।

সিলেট জেলার ওসমানীনগর থাকাকে উপজেলায় উন্নীকরণ করা হয়েছে। নতুন এ উপজেলায় ইউনিয়নের সংখ্যা আটটি, আয়তন ২২৪.৫৪ বর্গকিলোমিটার, জনসংখ্যা হবে দুই লাখের অধিক।

সচিব বলেন, স্থানীয় সরকার(পৌরসভা) আইন অনুসারে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা সদরকে পৌরসভায় উন্নীতকরণ। এ পৌরসভার জনসংখ্যা ৫০ হাজার জন।

চট্রগ্রাম জেলা্র ফটিকছড়ি উপজেলাধীন নাজিরহাটকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। এ পৌরসভায় জনসংখ্যা ৫০ হাজার।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ও পরিষদের বাসভবনগুলো সদর দক্ষিণ উপজেলা সীমানা থেকে কেটে আদর্শ সদর উপজেলার সীমানা অন্তর্ভুক্তকরণ এবং অবশিষ্ট এলাকা নিয়ে কুমিল্লা সদর উপজেলা দক্ষিণ উপজেলা পুনর্গঠন অনুমোদন দেয়া হয়।

লক্ষীপুর জেলা সদর থানাধীন চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করা হয় এবং কার্যক্রম পরিচালনার করার জন্য অতিরিক্ত ২৪টি পদ সৃষ্টি করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের স্বার্থে এ থানা স্থাপন করা হয়েছে। নতুন এ থানায় ইউনিয়নের সংখ্যা নয়টি, আ্য়তন ২০৩.৮২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা তিন লক্ষাধিক।

এছাড়া এক উপজেলা হতে অন্য উপজেলায় ইউনিয়ন/ওয়ার্ড সংযোজন এবং বিদ্যমান নবসৃষ্ট সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত এলাকা ছাড়া অবশিষ্ট এলাকা নিয়ে উপজেলা পুনর্গঠনসংক্রান্ত নীতিমালা অনুমোদন দিয়েছে এ কমিটি।